সম্পাদনা: সৈকত
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ‘শারীরিক নিগ্রহের’ অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর। মতুয়া ধর্ম মহামেলা চলাকালীন রবিবার রাতে ধুন্ধুমার কাণ্ড ঘটে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে মতুয়াদের প্রয়াত ‘বড়মা’ বীণাপাণি দেবীর ঘরের ‘দখল’ নেওয়ার অভিযোগ উঠেছে। মমতাবালার দাবি, বড়মার ঘরে ঢোকার সময় তাঁকে ও তাঁর মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন শান্তনু। একটি ভিডিয়োয় কোল্যাপসিবল গেটের তালা ভাঙতে দেখা গিয়েছে শান্তনু ঠাকুরকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। অন্য দিকে সোমবার ডাকমাধ্যমে জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তইবা’র হুমকি চিঠি পাওয়ার দাবি করেছেন শান্তনু। বাংলায় লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে এনআরসি হলে মতুয়াদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে এবং ঠাকুরবাড়ির সব সদস্যকেও মেরে ফেলা হবে। এ নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণও করেছেন শান্তনু। যদিও তৃণমূলের পাল্টা দাবি, লোকসভা ভোটের আগে ‘সিমপ্যাথি ভোট’ পেতে মিথ্যা বলছেন শান্তনু।