প্রতিবেদন: মাহি, সম্পাদনা: সৈকত
শতাব্দী রায়, বীরভূমের তিন বারের সাংসদ। চতুর্থ বারের জন্য বীরভূম কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে লড়ছেন তিনি। ১০ মার্চ ব্রিগেডের ‘জনগর্জন সভা’য় প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে র্যাম্পেও হাঁটেন শতাব্দী। অন্যদিকে এই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। বামেদের তরফে এই আসন ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। বীরভূম থেকে হাত প্রতীকে লড়ছেন মিল্টন রশিদ। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী শতাব্দী রায়? বিপাকে ফেলবে দলের গোষ্ঠীকোন্দল? একান্ত সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি শতাব্দী রায়।