মুখ দেখানোর লড়াইয়ে বিরোধীদের এক চিলতে জমিও ছাড়তে নারাজ শাসকদল। শহরে বিজ্ঞাপনী হোর্ডিং লাগানো নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। অভিযোগ, পুরসভা-মনোনীত বিভিন্ন বিজ্ঞাপন সংস্থাগুলি শাসকদল ছাড়া অন্যান্য দলের বিজ্ঞাপন নিতেই চাইছে না। তাদের দাবি, শহরে কোথাও বিজেপির হোর্ডিং লাগাতে গেলে পুরসভা-মনোনীত বিজ্ঞাপন সংস্থাগুলির তরফে হুমকি আসছে। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। হোর্ডিং-ব্যানারের ক্ষেত্রে সব দলেরই সমানাধিকার রয়েছে বলে পুরসভাকে সতর্ক করা হয়েছে কমিশনের তরফে।