প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
মধ্য কলকাতার বিজেপির দলীয় কর্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মহাজাতি সদনের ঠিক উল্টো দিকে বেরিওয়াল হাউস। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই পুরনো বাড়ির গল্প হয়তো অনেকেরই অজানা। কলকাতায় আসলে এই বাড়িতেই থাকতেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বাড়ির মালিক ঘনশ্যাম বেরিওয়ালের সঙ্গে অটলবিহারীর বহু দিনের বন্ধুত্ব। সেই সুবাদে বেরিওয়াল হাউসই হয়ে উঠত অটলবিহারীর কলকাতার আস্তানা। বাড়ির চারতলা জুড়ে ছড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর অসংখ্য স্মৃতি। সোমবার ভোটের প্রচারে বেড়িয়ে বেরিওয়াল হাউসে হাজির উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। বাড়ির সদস্যদের কাছ থেকে শুনলেন অটলবিহারী বাজপেয়ীর নানা গল্প। বাড়ির বর্তমান মালিকের কাছ থেকে ‘টিপ্স’ও নিলেন তাপস।