দোলের আগে বড়বাজারে গেলেই... খেলব হোলি, গলা ভেজাব না, তাই কখনও হয়?
শরবতের দোকানে লম্বা লাইন, দোলে মেতেছে কলকাতার বড়বাজার এলাকা।
প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ১২:১১
Share:
Advertisement
দোলের আবহে বড়বাজার জমজমাট। রঙের পাশাপাশি পাল্লা দিয়ে বিকোচ্ছে ঠাণ্ডা সরবত। শুধুই কি সরবত? মানুষের ভিড় কোন দোকানে সবচেয়ে বেশি? দোলের আগে সব প্রশ্নের উত্তর আপনি পাবেনই পাবেন বড়বাজারে।