প্রতিবেদন: রিঙ্কি ও সৌরভ, সম্পাদনা: সৈকত
জোর করে জমি দখল, ধানজমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানানো, ভোট দিতে না দেওয়া— সন্দেশখালির বাকি এলাকার মতোই কাছারিপাড়ার বাসিন্দাদেরও পাহাড়প্রমাণ অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনের ভেড়ির আলাঘর পুড়িয়ে দেয় গ্রামবাসীদের একাংশ। শুক্রবার আগুন জ্বলল কাছারিপাড়ায় শাহজাহান-ঘনিষ্ঠ তৈয়েব মোল্লা এবং অজিত মাইতির ভেড়ির আলাঘরে। বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।
প্রসঙ্গত, এ দিনই সন্দেশখালি পরিদর্শনে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন কমিশনের সদস্যেরা। সন্দেশখালির ঘটনা নিয়ে দু’দিন আগেই বিবৃতি দিয়েছিল মানবাধিকার কমিশন।