প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দাবিতে পথে নামল বামমনস্ক নাগরিক সমাজ। শুক্রবার বিকেলে যাদবপুরের সুকান্ত সেতু থেকে তালতলার মাঠ পর্যন্ত মিছিল হয়। মিছিলের সামনের সারিতেই ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, অভিনেতা বিমল চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র-সহ অন্যান্য পরিচিত মুখ। মিছিলে হাঁটেন বাম নেতা শতরূপ ঘোষও। অম্বিকেশ মহাপাত্রের দাবি, মেন হস্টেলে যে র্যাগিং হয় সেটা বিশ্ববিদ্যালয়ে সকলেই জানতেন, অভিযোগও এসেছে, কিন্তু কর্তৃপক্ষ সে ভাবে নড়েচড়ে বসেননি। তবে নজরদারির প্রয়োজনীয়তা মানলেও সিসিটিভি লাগানোয় বিশেষ সমর্থন নেই তাঁর। এ দিন মিছিলে হাঁটেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তাঁর বক্তব্য, “নিরাপত্তার কারণে সিসিটিভি, ব্যক্তির পরিসরকে ক্ষুণ্ণ করার জন্য নয়।” তাঁর সংযোজন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিৎ সকলের পরামর্শ নিয়ে নিরাপত্তার বিধান করা।