প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
ধর্মতলার রানি রাসমণি রোডে ‘উচ্ছেদ বিরোধী সমাবেশ’ করল বস্তি উচ্ছেদ সমিতি। বক্তা হিসাবে এই জনসভায় উপস্থিত ছিলেন হান্নান মোল্লা, অশোক ভট্টাচার্য এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো প্রথম সারির সিপিএম নেতারা। এক, বস্তি উচ্ছেদ করা যাবে না। দুই, স্মার্ট মিটার চালু করা যাবে না। তিন, বিনামূল্যে দিতে হবে মাসিক ২০০ ইউনিট বিদ্যুৎ। মূলত এই তিন দাবিকে সামনে রেখেই রাজধানীর ‘হার্টলাইন’ ধর্মতলায় সভা করে সিপিএমের এই শাখা সংগঠন। এই সভা মঞ্চ থেকেই রাজ্য সরকারকে তুলোধনা করে রাজ্যসভার সাংসদ তথা কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “স্মার্ট মিটার চালু হলে বিদ্যুৎ ব্যবসায়ীরা উপকৃত হবেন। সাধারণ মানুষের বিপদ বাড়বে।” স্মার্ট মিটারকে মাদকের সঙ্গেও তুলনা করেছেন বিকাশ। একই সুরে সুর মিলিয়ে রাজ্য সরকারের নীতির বিরোধিতায় সরব হয়েছেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা এবং রাজ্যের সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।