প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ
পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে হানাহানি। মৃত অন্তত ১৩। সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনে এসে রাজীব সিংহ ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদে কমিশনের দফতরে ‘প্রতীকী’ তালা ঝোলালেন শুভেন্দু। দাবি করলেন এনআইএ ও সিবিআইয়ের জোড়া তদন্তের। তাঁর বক্তব্য, হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি। সঙ্গে এ দিন নির্বাচনী হিংসায় মৃতদের জন্য ৫০ লক্ষ টাকা করে ও আহতদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবিও করেন তিনি। শুভেন্দুর কটাক্ষ, নামেই নির্বাচন কমিশনার রাজীব সিংহ, আসলে কমিশন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।