প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন
রাত পোহালেই ‘প্রাণপ্রতিষ্ঠা’। আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। টানা ৫০ মিনিট ধরে অনুষ্ঠান চলবে। ১২টা ৫৫ মিনিটে সব আচার-অনুষ্ঠান সেরে উদ্বোধনস্থল ছেড়ে বেরোবেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল থেকেই সাধারণ মানুষের অবাধ যাতায়াতে বিধি নিষেধ চালু করা হয়েছে। সোমবার সাধারণ মানুষের প্রবেশ নিষেধ অযোধ্যায়। ‘প্রাণপ্রতিষ্ঠা’র পর ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মন্দির। মঙ্গলবার থেকে সারা দিনে দু’বার রামমন্দিরের দরজা খোলা হবে সাধারণের জন্য। প্রথম বার দরজা খুলবে সকাল ৭টায়। সে সময়ে পুণ্যার্থীরা মন্দিরে ঢুকতে এবং পুজো দিতে পারবেন। সাড়ে ১১টা নাগাদ আবার দরজা বন্ধ করে দেওয়া হবে। আড়াই ঘণ্টার বিরতির পর আবার দুপুর ২টো থেকে দর্শনার্থীরা রামমন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। দরজা বন্ধ হবে সন্ধ্যা ৭টায়।