সম্পাদনা: সৈকত
৩০ সেপ্টেম্বর নয়, ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করার শেষ তারিখ ৭ অক্টোবর। শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ২০০০ টাকার নোট জমা করার সময়সীমা আরও এক সপ্তাহ পর্যন্ত বাড়ানো হল। তবে এই ২০০০ টাকার নোট বাতিল হওয়া নিয়ে কোনও নির্দেশিকাই এখনও পর্যন্ত দেয়নি আরবিআই। কিন্তু মাথায় রাখতে হবে, ৮ অক্টোবর থেকে কোনও ব্যাঙ্কই আর ২০০০ টাকার নোট নেবে না। সেক্ষেত্রে ২০০০ টাকার নোট জমা করতে হবে আরবিআইয়ের নির্দিষ্ট অফিসে। আরবিআইয়ের যে নির্দিষ্ট ১৯টি অফিসে ২০০০ টাকার নোট জমা করা যাবে, সেখানে একজন আমানতকারী একটি সময়ে সর্বাধিক ২০,০০০ টাকাই জমা করতে পারবেন। অর্থাৎ, একবার লেনদেনে একজন গ্রাহক সর্বাধিক ১০টি ২০০০ টাকার নোটই আরবিআই অফিসে জমা করতে পারবেন। পরে আরবিআই অফিস থেকেই গ্রাহকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ‘ক্রেডিট’ করা যাবে। আরবিআই অফিসে ডাকযোগেও ২০০০ টাকার নোট জমা করার বন্দোবস্ত করা হয়েছে। গ্রাহক ডাকযোগে টাকা জমা করতে চাইলে তাঁকে অবশ্যই মানতে হবে আরবিআইয়ের নিয়ম। প্রয়োজন হবে সরকারি পরিচয় পত্রও। আদালত, সরকারি দফতর, কেন্দ্রীয় তদন্ত সংস্থাও আরবিআইয়ের মাধ্যমে ২০০০ টাকার নোট বদল করতে পারবে, সেক্ষেত্রে লেনদেনের কোনও নির্দিষ্ট সীমা থাকবে না। অর্থাৎ প্রয়োজনে ২০ হাজারেরও বেশি টাকা জমা করা যাবে এবং থাকবে নোট বদল করারও সুবিধা।