প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
রবীন্দ্রসদনে শুরু হয়েছে ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল ঘোষ, মেয়র ফিরহাদ হাকিম। ফেস্টিভ্যাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। মোট ১৪ টি নাটক দেখানো হবে। ৬ টি এই রাজ্যের, বাকি ৮ টি ভিন্ রাজ্যের। নাটকগুলি দেখানো হবে মধুসূদন মঞ্চ, রবীন্দ্রসদন ও গিরিশ মঞ্চে। শিক্ষামন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ত্ব ব্রাত্য বসু বলেন,‘সমাজ ঠিকভাবে চলছে কি না তা জানার জন্যই থিয়েটার। থিয়েটার দেখুন। থিয়েটারকে ভালবাসুন।’