সম্পাদনা: বিজন
দেশের সর্বোচ্চ সম্মান, ভারতরত্ন পেতে চলেছেন বিজেপির প্রবীণ নেতা। লালকৃষ্ণ আডবাণী, তিন দশক আগে দেশে রামমন্দির আন্দোলনের সময়ে সঙ্ঘ পরিবারের ‘মুখ’ ছিলেন তিনি। তাঁর রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলয়ে উত্থান হয়েছিল বিজেপির। দেশে প্রথম রামরথ ছুটিয়েছিলেন আডবাণীই। ১৯৮৬ থেকে ৯০, ১৯৯৩ থেকে ৯৮ এবং ২০০৪ থেকে ২০০৫— তিন দফায় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি। অটলবিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী, সেই আমলে তিনি উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। ছিলেন কয়লামন্ত্রীও। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজেপির এই প্রবীণ নেতা।