প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: সুবর্ণা
সদ্য ‘রং’ বদলেছেন। নতুন দলের প্রার্থী হয়ে ভোটারদের বিশ্বাস জয় করতে পারবেন তো? লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ের বক্তব্য, ভোটারদের চাপেই তিনি ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল ছেড়েছেন। আবির মেখে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী বলছেন, “যে যার পছন্দ মতো রং বেছে নিক, রংবাজি হওয়া উচিত না।” গণতান্ত্রিক দেশে সবারই নিজের পছন্দের রাজনীতি করার অধিকার আছে, মনে করিয়ে দিচ্ছেন তিনি। তাঁর নির্বাচনী প্রচারে অমিত শাহ আসবেন? তাপসের নতুন সতীর্থ সজল ঘোষ বলছেন, “না এলেও তাপস জিতবেন। ফালতু এসে সময় নষ্ট করবেন কেন!” শোনা যাচ্ছে তাপস রায়ের ছেড়ে দেওয়া বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন সজল? কলকাতা পুরসভার বিরোধী কাউন্সিলর হেসে জবাব দিলেন, “হলে আপনাদের মিষ্টি খাওয়াব।”