প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
গোটা পৃথিবীতেই দিন দিন বিরল রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ভারতে অন্তত ৪৩০ জন নানা বিরল রোগে আক্রান্ত। এই শহরে বিরল রোগে আক্রান্তের সন্ধান পেতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। পুর স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে চলেছে বিশেষ বিভাগ, যেখানে বিরল রোগের চিকিৎসা এবং কাউন্সেলিং করা হবে। এ ছাড়াও পুরসভার আশা কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এ বিরল রোগে আক্রান্তের সন্ধান করতে পারেন।