Kolkata Metro

‘ব্লু’ লাইনে ‘স্ফুলিঙ্গ’, অফিস টাইমে দেড়ঘণ্টা ব্যাহত মেট্রো পরিষেবা

দেড় ঘণ্টা সময়ের মধ্যেই আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১২
Share:
Advertisement

ফের মেট্রো বিভ্রাট! ঘণ্টাখানেকেরও বেশি সময় পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকাল ১০টা বেজে ১৫ মিনিট থেকে ১১টা বেজে ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা ব্যাহত ছিল। মেট্রোরেল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ধর্মতলা এবং পার্কস্ট্রিট স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি ‘ব্লু’ লাইনে ‘স্ফুলিঙ্গ’ লক্ষ করা যায়, সে কারণেই পরিষেবায় ব্যাঘাত ঘটে। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা দেওয়া হয়েছে। উল্টোদিক থেকে কবি সুভাষ থেকে মেট্রো চলেছে ময়দান পর্যন্ত। যান্ত্রিক গোলযোগের সমাধান করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয় মেট্রো কর্তৃপক্ষ। দেড় ঘণ্টা সময়ের মধ্যেই আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement