প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুবর্ণা
৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ ছিল বাংলাদেশ। নিমন্ত্রণ এসেছিল তখনই। বাংলাদেশের নির্বাচনের কারণে পিছিয়ে গেলেও এ বছরই ঢাকায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বইমেলা। দু’দেশের মৈত্রীতে নতুন পালক জুড়বে এই বইমেলা। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন, শীঘ্রই তাঁরা বাংলাদেশ গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখবেন। কলকাতায় ১৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। যেখানে বইপ্রেমীদের জন্য থাকছে একাধিক ব্যবস্থা, দাবি আয়োজকদের। বেথুন স্কুলের ১৭৫ বর্ষ উদ্যাপনে স্কুলবাড়ির আদলে তৈরি হচ্ছে মেলার একটি গেটও।