প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন
লকডাউনের সময় থেকে পথশিশুদের নিয়ে কাজ করছে দক্ষিণ কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পড়াশোনার পাশাপাশি, ওই সব ফুটপাথবাসী শিশুকে আঁকা, নাচ, গানের মতো বিষয়েও প্রশিক্ষণ দেয় ওই সংস্থা। সেই সব পথশিশুদের তৈরি করা হাতের কাজ নিয়েই রবিবার এক হস্তশিল্প মেলা হয়ে গেল সাদার্ন অ্যাভিনিউয়ে। নানা রকম ফটোফ্রেম, ব্যাগ, এবং অন্যান্য হাতের কাজের পসরা ছিল ওই বাজারে। ওই সব জিনিস বিক্রি করে যা অর্থ জোগাড় হবে, তা ওই পথশিশুদের পড়াশোনার কাজেই লাগানো হবে বলেই জানায় ওই স্বেচ্ছাসেবী সংস্থা।