প্রতিবেদন: প্রেচতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন
কৌশল্যার কোলে খেলছে বালক রাম— এমন কল্পচিত্রেই অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি দেখার আশা ছিল। তা হয়নি। মৃদু আক্ষেপ থাকলেও রামের নতুন মূর্তি নিয়ে উৎসাহে খামতি নেই অযোধ্যার। রং কালো। মূলত কৃষ্ণের শ্যামল বর্ণের ধারনা থেকেই কালো পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। ৫১ ইঞ্চির রামলালার মূর্তিতে রয়েছে বিষ্ণুর দশ অবতারের প্রতিচ্ছবি। সোনার তীর-ধনুক এই মূর্তির বাড়তি আকর্ষণ। সত্য যুগ থেকে এখনও পর্যন্ত বিষ্ণুর যে ক’টি অবতারের অবতারণা হয়েছে— অযোধ্যার রামলালাকে দর্শন করলে সেই সব অবতারেরই দর্শন হয়ে যাবে। রাম মন্দির ট্রাস্ট চেয়েছিল, অযোধ্যায় এসে যেন জ্যোতির্লিঙ্গ দর্শনের পূণ্য অর্জন করা সম্ভব হয়, সেই ভাবনা থেকেই এই মূর্তি তৈরি করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টমহল।