প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
দুর্গাপুজোর সময়ে প্রতি বছরই শহরের ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। পুজো মিটে গেলেই নিয়মমাফিক সমস্ত হোর্ডিং খুলে ফেলতে বলা হয় পুরসভার তরফ থেকে। ২ নভেম্বরের মধ্যে সমস্ত হোর্ডিং, বিজ্ঞাপন এবং বাঁশের স্ট্রাকচার খুলে ফেলার জন্য পুরসভার তরফে নোটিশ জারি করা হয়েছিল। তা সত্ত্বেও শহরের বেশ কিছু জায়গায় এখনও রয়ে গিয়েছে বাঁশের কাঠামো। অনেক জায়গায় এখনও ঝুলছে বিজ্ঞাপন। কোথাও আবার বাঁশ খুলে নেওয়ার পর রাস্তায় থেকে গেছে গর্ত। এই সব বিষয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলিকে সতর্ক করলেন মেয়র ফিরহাদ হাকিম।