Kangana Ranaut Supriya Shrinate Controversy

‘টিকিট পাওয়ার পরেই এই ঘটনা ঘটে গেল!’ জেপি নড্ডার সঙ্গে বৈঠকের আগে কী বললেন কঙ্গনা?

“কোনও মহিলাকে যৌন চিন্তার খোরাক ভাবা উচিত নয়” বললেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ১৭:৩০
Share:
Advertisement

হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির লোকসভা প্রার্থী হলেন বলি তারকা কঙ্গনা রানাউত। ঠিক তার পরেই কঙ্গনার খোলামেলা পোশাকের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত। পোস্টের সঙ্গে লেখা অশালীন মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়ে পড়েন কংগ্রেস নেত্রী। তীব্র আপত্তি জানায় গেরুয়া শিবির। সরব হয়েছেন খোদ কঙ্গনাও। সুপ্রিয়া শ্রীনাতের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক, নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে।

যদিও সুপ্রিয়া দাবি করেন, তাঁর সমাজমাধ্যম পরিচালনা করেন যারা তাদের মধ্যে কেউ এই ‘অপ্রীতিকর’ পোস্ট করেছেন। তিনি এই বিষয়ে একেবারেই অবগত নন। মঙ্গলবার এই ঘটনা নিয়ে জেপি নড্ডার সঙ্গে বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন কঙ্গনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement