লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেরিয়ে পড়লেন লন্ডনের রাস্তায়। ভারতীয় দূতাবাসের কর্মসূচির আগে সদলবলে হেঁটে নিলেন। সাদা শাড়ির উপর কালো জ্যাকেট। পায়ে একটা পাতলা মোজা আর সাদা হাওয়াই চটি পরে মুখ্যমন্ত্রী চললেন লন্ডনের রাস্তায়। রোদ ঝলমলে লন্ডনের হাইড পার্কে কখনও দৌড়লেন, কখনও আবার হাঁটলেন পিছন ফিরে। মমতার ভাষায় এটি ‘ওয়ার্ম আপ’।