সরকার-আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে জটিলতা অব্যাহত। নবান্নের চিঠির পরিপ্রেক্ষিতে বৈঠকে বুধবার ভোরে নিজেদের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে মেল করেছিল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তার জবাবে মুখ্যসচিব ডাক্তারদের ১২-১৫ জনের প্রতিনিধি দলকে সন্ধ্যা ৬টায় বৈঠকে আহ্বান জানান হয়েছিল। আন্দোলনকারীরা পাল্টা চার শর্ত দিয়ে বলেছিলেন বৈঠকে ২৬টি মেডিক্যাল কলেজের অন্তত ৩০ জন প্রতিনিধি থাকবেন এবং বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। চিকিৎসকদের সাংবাদিক বৈঠকের পর, সন্ধ্যাবেলাই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে চন্দ্রিমা দাবি করেন, শর্ত চাপালে খোলামেলা আলোচনা সম্ভব নয়। আন্দোলনে রাজনীতি প্রবেশ করেছে বলেও সন্দেহ প্রকাশ করেন চন্দ্রিমা। রাতে তার জবাবে ফের সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা। জানিয়ে দিলেন সরকারের ভূমিকায় তাঁরা হতাশ, তাঁদের দাবি না মেটা পর্যন্ত ধর্না চলবে।