রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ২৩ অক্টোবরের ক্রিকেটীয় দ্বৈরথের আগে উত্তাপ মাঠের বাইরেও। এশীয় ক্রিকেট কাউন্সিলে কার্যত চিড় ধরার মতো অবস্থা, যার সূত্রপাত হয়েছে জয় শাহের মন্তব্যে। ‘এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত’, জয়ের এই মন্তব্যকে ভাল চোখে দেখছে না পাকিস্তান। রামিজ় রাজার নেতৃত্বাধীন পাক বোর্ডের তরফে বিসিসিআইয়ের কাছে এই বিষয়ে বিবৃতি দাবি করা হয়েছে। এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দাবিও তুলছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। আফ্রিদির মতো তারকা জয়ের মন্তব্যের বিরোধিতা করে টুইট করেছেন। আরও একধাপ এগিয়ে চলতি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা বলেছেন কামরান আকমলের মতো ক্রিকেটার।