প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন
নতুন বছরের সকালেই বিক্ষোভ মিছিল দেখল শহর। ২০২২ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা টেট পরীক্ষায় পাশ করেছিলেন, তাঁরা এখনও ইন্টারভিউের ডাক পাননি। চাকরির দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিলে নামলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৭ সালের পর পাঁচ বছর টেট পরীক্ষা হয়নি। ২০২২ সালে পরীক্ষা হলেও সফল চাকরিপ্রার্থীরা এখনও ইন্টারভিউের ডাক পাননি। এর মধ্যেই ২০২৩-এর টেট পরীক্ষা হয়ে গেছে। চাকরিপ্রার্থীদের দাবি, ইন্টারভিউয়ের নোটিস প্রকাশ করতে হবে, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।