প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
১ জানুয়ারি। আর কয়েক মাস বাদেই নতুন শিক্ষাবর্ষ শুরু হবে স্কুলে স্কুলে। জানুয়ারি মাসের মধ্যেই তাই সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে, দাবি জানাচ্ছেন ধর্মতলায় গান্ধীমূর্তির নীচে ধর্নায় বসা এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। সেই ২০১৯ সালে মেয়ো রোড থেকে শুরু। টানা আন্দোলনে কেটে গিয়েছে একের পর এক বর্ষবরণ। কিন্তু নতুন জীবন আর শুরু করা হয়নি। এতো প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভেও মেলেনি ‘হকের চাকরি’। তাই নতুন বছরের প্রথম দিনেও সেই রাজপথে বসে বাংলার যুবক-যুবতীরা। গলায় ঝোলানো প্ল্যাকার্ডে জ্বলজ্বল করছে চাকরির দাবি।