প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
আজকাল সারা বছর যাত্রা হলেও, এক সময়ে দুর্গাপুজোর ষষ্ঠী থেকে শুরু হত যাত্রাপালার ‘সিজ়ন’। চিৎপুরের এক পুরনো যাত্রাশিল্পীর কথায়— “ষষ্ঠী থেকে জষ্ঠি”। তবে পুজোয় যাত্রার চাহিদা যে আজও আছে তা জানাচ্ছে চিৎপুরের যাত্রা কোম্পানিগুলির অনেকেই। গত বছরের মতো, এবারেও পালার বায়না হয়েছে ভাল মতোই। তবে সময়ের সঙ্গে সঙ্গে যাত্রার ঢং বদলেছে, আঙ্গিক বদলেছে। পৌরাণিক পালার বদলে সামাজিক পালার চাহিদা বেড়েছে। এক নির্দেশকের মতে, টিভি সিরিয়ালে যে ধরনের গল্প দেখা যায়, তার প্রতি ঝোঁক বেড়েছে আজকাল। তবে পরিবর্তন সত্ত্বেও যাত্রার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী চিৎপুরের অনেক পরিচালক-শিল্পী-নির্দেশকই। “যত দিন গ্রামের মানুষ আছেন, তত দিন যাত্রা বেঁচে থাকবে,” বলছেন অনেকেই।