Jadavpur University

যাদবপুরে শৃঙ্খলারক্ষায় তৎপর কর্তৃপক্ষ? জারি হল চার বছরের পুরনো নির্দেশিকা

প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর থেকেই বার বার গাফিলতির অভিযোগে নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৩ ২১:০৭
Share:
Advertisement

‘বহিরাগত’-দের অবাধ আনাগোনা থেকে শুরু করে ক্যাম্পাসে নেশা— প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর সূত্রে বার বার নানান অভিযোগে সমালোচিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নানান মহল থেকে গাফিলতির অভিযোগে নিশানা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এত সমালোচনার মুখে অবশেষে নড়ে বসল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ২০১৮ সালের এক নির্দেশিকা ফের জারি করেন। ক্যাম্পাসে পরিচয়পত্র দেখিয়ে ঢোকা, নেশা নিষিদ্ধকরণের মতো চারটি বিধি অবিলম্বে বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে এই সার্কুলারে। ওই নির্দেশিকায় সিসিটিভি বসানো নিয়ে কোনও কথা না বলা থাকলেও স্নেহমঞ্জু বসু জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গেট-সহ নানান জায়গায় ক্লোজ় সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পড়ুয়ারা মানবেন ওই নির্দেশিকা? এর মধ্যেই পরিচয়পত্র দেখানোর বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রছাত্রীদের একাংশ। পাশাপাশি ক্যাম্পাসের প্রায় সব ছাত্র সংগঠনই সিসিটিভি-র বিপক্ষে নিজেদের মত ব্যক্ত করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement