প্রতিবেদন: প্রচেতা
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভাঙড়ে অশান্তি। মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা, শাসক এবং বিরোধী মিলিয়ে এখনও পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা পাঁচেরও বেশি। মঙ্গলবার রাতেই কাঁঠালিয়া হাই স্কুলের সামনে অশান্তির ঘটনায় মৃত্যু হয়েছে দুই আইএসএফ কর্মী-সহ তিনজনের। অভিযোগ, জেলা পরিষদে আইএসএফ প্রার্থীকে ‘জোর’ করে হারিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ থেকেই অশান্তির শুরু। মুড়ি-মুড়কির মতো বোমাবর্ষণ থেকে গোলাগুলি, তার পর অগ্নিসংযোগ, ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বুকে গুলি লাগে রেজাউল গাজি নামে এক আইএসএফ কর্মীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির অভিযোগ, তৃণমূল জোর করে আইএসএফ-কে হারিয়েছে। এখানেই শেষ নয়। এমনকি ভাঙড়ে তাঁদের প্রার্থী ‘নিখোঁজ’, এই বিস্ফোরক দাবিও করেছেন তিনি। এর পরই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নওশাদ বলেন, “মুখ্যমন্ত্রী না পারলে আমাদের দায়িত্ব দিন, ভাঙড়ে আমরা শান্তি ফিরিয়ে দেখাব।”