IPL 2024

এক নিলামেই কোটিপতি, তাক লাগিয়ে দিলেন ২০ বছরের ভারতীয়, রেকর্ড ভাঙলেন স্টার্কও

২০ লক্ষ টাকা দামের ক্রিকেটারের দর উঠল ৮ কোটি ৪০ লক্ষ টাকা। ২০ বছর বয়সী সমীর রিজ়ভিকে দলে নিল চেন্নাই সুপার কিংস।

সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ২০:১৫
Share:
Advertisement

আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড ভেঙে সব থেকে দামি ক্রিকেটার হলেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের জোরে বোলার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় বাঁ হাতি জোরে বোলারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। এই তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন বিশ্বজয়ী অসি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে দলে সামিল করিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই দুই ক্রিকেটারেরই ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। যাদের দলে নিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলোকে ১০ কোটিরও বেশি টাকা খরচ করতে হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ড্যারেল মিচেল (১৪ কোটি)। নিউ জ়িল্যান্ডের এই ব্যাটারকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সাড়ে ১১ কোটি টাকায় ক্যারিবিয়ান তারকা আলজারি জোসেফকে কিনেছে রয়্যাল চেলাঞ্জার্স বেঙ্গালুরু। বাঁ হাতি জোরে বোলার, অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে ১০ কোটি টাকায় কিনেছে গুজরাত টাইটান্স। স্পেন্সার জনসনের ন্যূনতম মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছেন হর্ষল পটেল। ন্যূনতম ২ কোটি টাকা মূল্যের এই ক্রিকেটারকে ১১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে সামিল করেছে পঞ্জাব কিংস। ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত আইপিএল নিলামে সব থেকে বেশি নজর কেড়েছেন ২০ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার সমীর রিজ়ভি। ২০ লক্ষ টাকা দামের উত্তরপ্রদেশের এই ক্রিকেটারকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছে চেন্নাই। ৪০ লক্ষ টাকার শাহরুখ খানকে ৭ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছে গুজরাত টাইটান্স। দলই পেলেন না স্টিভ স্মিথ, আদিল রাশিদের মতো ক্রিকেটারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement