IPL 2025 LSG vs MI

কেন ‘রিটায়ার্ড আউট’ তিলক, এই সিদ্ধান্তই কি কাল হল মুম্বই ইন্ডিয়ান্সের?

তিলক বর্মার সঙ্গে যেটা হল, এর আগে আইপিএলে মাত্র ৩ বার হয়েছে। ২৩ বলে ২৫ রানে ব্যাট করছিলেন, আচমকাই তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। ‘রিটায়ার্ড আউট’ হয়ে তিলক দলের জন্য নিজেকে উৎসর্গ করেন। তবে কার সিদ্ধান্তে ‘রিটায়ার্ড আউট’ তিলক?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৭:৩৮
Share:
Advertisement

তিলক বর্মার সঙ্গে যেটা হল, এর আগে আইপিএলে মাত্র ৩ বার হয়েছে। ২৩ বলে ২৫ রানে ব্যাট করছিলেন, আচমকাই তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। ‘রিটায়ার্ড আউট’ হয়ে তিলক দলের জন্য নিজেকে উৎসর্গ করেন। এই সিদ্ধান্ত তিলকের নিজের, নাকি অধিনায়ক পাণ্ড্যর, সেটা স্পষ্ট নয়। তিলকের জায়গায় নামলেন মিচেল স্যান্টনার। অথচ অদ্ভূত ভাবে শেষে ওভারে হার্দিক তাঁকে খেলার সুযোগই দিলেন না। প্রশ্ন হল, তা হলে কেন নামলেন স্যান্টনার? নামলেনই যখন হল, খেলতে কেন দেওয়া হল না? নিঃস্বার্থ মনোভাব, ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা— ২২ বছরের তিলককে বিশেষজ্ঞরা বলছেন ‘ভবিষ্যতের তারকা’। ভারতের হয়ে টি২০-তে পর পর দু’ম্যাচে সেঞ্চুরি আছে তিলকের। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরানের রেকর্ডও তাঁর ঝুলিতে। চলতি আইপিএলে প্রতিভার প্রতি সুবিচার করতে পারবেন তিলক?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement