তিলক বর্মার সঙ্গে যেটা হল, এর আগে আইপিএলে মাত্র ৩ বার হয়েছে। ২৩ বলে ২৫ রানে ব্যাট করছিলেন, আচমকাই তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। ‘রিটায়ার্ড আউট’ হয়ে তিলক দলের জন্য নিজেকে উৎসর্গ করেন। এই সিদ্ধান্ত তিলকের নিজের, নাকি অধিনায়ক পাণ্ড্যর, সেটা স্পষ্ট নয়। তিলকের জায়গায় নামলেন মিচেল স্যান্টনার। অথচ অদ্ভূত ভাবে শেষে ওভারে হার্দিক তাঁকে খেলার সুযোগই দিলেন না। প্রশ্ন হল, তা হলে কেন নামলেন স্যান্টনার? নামলেনই যখন হল, খেলতে কেন দেওয়া হল না? নিঃস্বার্থ মনোভাব, ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা— ২২ বছরের তিলককে বিশেষজ্ঞরা বলছেন ‘ভবিষ্যতের তারকা’। ভারতের হয়ে টি২০-তে পর পর দু’ম্যাচে সেঞ্চুরি আছে তিলকের। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরানের রেকর্ডও তাঁর ঝুলিতে। চলতি আইপিএলে প্রতিভার প্রতি সুবিচার করতে পারবেন তিলক?