কোনও খুনের ঘটনা হোক, কিংবা হালফিলের গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় কেউ আটকে আছেন কি না, কিংবা কোথায় বোমাতঙ্ক তৈরি হয়েছে বটে, কিন্তু সত্যতা কতটা? এ সব তদন্তে এদের জুড়ি মেলা ভার। যদিও এদের কোনও ইউনিফর্মের বালাই নেই। অভিজ্ঞ গোয়েন্দাকর্তাদের মতে, পুলিশ তদন্তে ভুল করতে পারে, কিন্তু ওরা সেটা করে না। এরা কলকাতা পুলিশের অবিচ্ছেদ্য অঙ্গ। এরা পুলিশ-কুকুর। ১৯৭১ সালে তৈরি হয় কলকাতা পুলিশের ডগ স্কোয়াড। বর্তমানে সদস্য সংখ্যা ৪৮। এদের রোজনামচা কেমন?