‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় মালদহ ডিভিশনের ১৫টি স্টেশন আধুনিকীকরণের উদ্যোগ নিল রেল। শুধুমাত্র মালদহ টাউন স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও অত্যাধুনিক পরিকাঠামো তৈরির জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই স্টেশনে কাজ শুরু করেছে মালদহ রেল ডিভিশন। স্টেশন চত্বরে বেশ কিছু পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণ শুরু হয়েছে। শুরু হয়েছে নতুন ফুটব্রিজ তৈরির কাজ। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে চলমান সিঁড়ি বসছে একাধিক প্ল্যাটফর্মে। ট্রেনের সময়সূচি জানানোর জন্য বসবে আধুনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড। রেলের দাবি, আধুনিক শৌচালয়, ফ্রি ওয়াইফাই-এর সুবিধাও পেতে চলেছেন যাত্রীরা। মালদহ রেল ডিভিশন সূত্রে খবর, আগামী নয় মাসের মধ্যে মালদা টাউন স্টেশনের কাজ সম্পূর্ণ করাই লক্ষ্য।