Parliament Winter Session
সংসদে শুরু শীতকালীন অধিবেশন, কোন কোন বিল পাশে উদ্যোগী মোদী সরকার
সোমবার শুরু হয়ে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। নতুন বিল পেশ করার পাশাপাশি অন্তত ১২টি বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই অধিবেশনে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৫:২৭
সোমবার শুরু হল সংসদের শীতকালীন
অধিবেশন। ২২ ডিসেম্বর এ বারের অধিবেশনের শেষ দিন। জম্মু ও কাশ্মীরের এবং পুদুচেরি বিধানসভার
আসন পুনর্বিন্যাসের জন্য আনা হতে পারে দু’টি নতুন বিল। এ ছাড়াও করব্যবস্থা
সংক্রান্ত আরও একটি বিল আনতে চলেছে মোদী সরকার। এ ছাড়াও অগস্টে পেশ হওয়া অনেকগুলি
গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা সংসদে। এক নজরে দেখে নিন কোন কোন নতুন বিল
আনতে চলেছে মোদী সরকার, আর কোন বিল নিয়েই বা কক্ষে বিতর্ক হওয়ার সম্ভাবনা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)