Nrisingha Prasad Bhaduri

যুদ্ধের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি, দায় নিতে হবে প্রধানমন্ত্রীকেও : নৃসিংহপ্রসাদ ভাদুড়ি

“একটা অন্যায়কে সমর্থন করতে অন্য আরেকটা অন্যায়ের তুলনা টানা ঠিক নয়”, মণিপুর ইস্যুতে বাংলায় মহিলা নির্যাতনের ঘটনা টেনে আনা প্রসঙ্গে বিজেপির উদ্দেশে মন্তব্য নৃসিংহপ্রসাদ ভাদুড়ির।

প্রতিবেদন: সৌরভ ও প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৮:৪১
Share:
Advertisement

মণিপুরের ঘটনায় সরব নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। শুধু বিজেপি সরকারের সমালোচনাই নয়, আরও একধাপ এগিয়ে মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায় নেওয়ার কথাও বললেন এই বাঙালি ইতিহাসবিদ। আনন্দবাজার অনলাইনকে দেওয়া প্রতিক্রিয়ায় নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, “সভ্যতার ইতিহাসে জঘন্যতম ঘটনাগুলোর মধ্যে এটি একটি। এই ঘটনা এত দিন চেপেই বা থাকল কী করে। নিশ্চয়ই ভয়ের কারণেই তা জনসমক্ষে নিয়ে আসা হয়নি। আমি বিশ্বাসই করি না, এমন একটা ঘটনার কথা কেন্দ্রের সরকার জানত না। আমেরিকা, ব্রিটেন ঘুরে এসে নরেন্দ্র মোদী একটা বয়ান দিলেন, তারপর চার-পাঁচটা লোককে গ্রেফতার করা হল। কিন্তু শাস্তি দেওয়ার ফতোয়া দিয়েই কি ব্যাপারটা শেষ হয়ে গেল? যেখানে ঘটনাটা ঘটল, তারা দায় নেবেন না? পশ্চিমবঙ্গে একটা কিছু ঘটলে পঞ্চাশটা মহিলা কমিশন চলে আসে। মণিপুরে কী হচ্ছে? যা ব্যবস্থা নেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়।” নরেন্দ্র মোদীর উদ্দেশে তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনায় সঙ্কোচবোধ করছেন, তাই সংসদের ভিতরে এসে বয়ান দিচ্ছেন না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement