সঙ্কটে থাকা ভারতীয় ফুটবল কি ‘স্বাধীন’ হতে পারবে?
মহা সমস্যায় ভারতীয় ফুটবল। দীর্ঘ দিন ধরে নির্বাচন না করা, কর্তাদের চেয়ার আঁকড়ে বসে থাকার প্রবণতা, ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে কিছু কর্তার উদাসীন থাকা আজ বিপদের মুখে এনে ফেলেছে ভারতীয় ফুটবলকে। অবস্থা এমনই যে শেষমেশ হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। আপাতত সব নজর ২৮ জুলাই। ওই দিনই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সংবিধান সংশোধন নিয়ে চূড়ান্ত রায় দেবে। তার পরে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে পারলে তবেই ফিফার নির্বাসন এড়ানো যাবে।