প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাক সেনা। সেই দিনটিকেই ‘বিজয় দিবস’ বলে উদ্যাপন করে বাংলাদেশ। ভারতীয় সেনাও এ দেশে পালন করে ওই দিনটি। প্রতি বছরই ফোর্ট উইলিয়মে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বারও, ‘বিজয় দিবসে’র আগের দিন, ফোর্ট উইলিয়মে সংবর্ধনা দেওয়া হল ৩০ জন মুক্তিযোদ্ধাকে। বিকেলে সেনার আরসিটিসি ময়দানে হল ঘোড়দৌড়, প্যারাসুটে করে অবতরণ, হেলিকপ্টার মহড়া, ‘মিলিটারি টাট্টু’ এবং সেনার বাইকবাহিনীর প্রদর্শনী।