সম্পাদনা: বিজন
টি-টোয়েন্টি সিরিজে ১-১ ড্র হওয়ার পর ২-১ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে নিল ভারত। জোহানেসবার্গে জয়। কেবেরহাতে হার। সিরিজ নির্ধারণে ম্যাচে পার্লেতে ৭৮ রানে জয়। বিরাট কোহলির পর অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকায় এক দিনের সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করলেন কেএল রাহুলও। ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা ভারতের বাঁ হাতি জোরে বোলার আরশদীপ সিংহ। তিনিই ভারতের একমাত্র জোরে বোলার, যিনি দক্ষিণ আফ্রিকায় এক দিনের ম্যাচে সর্বাধিক ৫ উইকেট নিয়েছেন। ২০১০-১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৫ ম্যাচে জাহির খান নিয়েছিলেন ৯ উইকেট। শেষ ম্যাচে শতরান করে নজর কেড়েছেন সঞ্জু স্যামসনও। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু ২৬ ডিসেম্বর থেকে। দ্বিতীয় এবং শেষ টেস্ট কেপ টাউনে। নতুন বছরের ৩ জানুয়ারি, এই ম্যাচ হওয়ার কথা। টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি।