মায়ানমারে জুন্টা-বিরোধী ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর সামরিক আক্রমণে একের পর এক এলাকায় দখল হারাচ্ছে সে দেশের সামরিক জুন্টা সরকার। তবে বিদ্রোহীদের ঘাঁটি, চিন প্রদেশে পাল্টা বিমানহানায় সাধারণ নাগরিক ও শিশুমৃত্যুর দাবি করেছে সেখানকার সাধারণ মানুষ। সম্প্রতি, সীমান্ত এলাকায় সেনাবিমান থেকে গোলাবর্ষণের ফলে প্রায় ৫ হাজার মায়ানমারবাসী ভারতের মিজ়োরামে পালিয়ে এসেছেন। সে রাজ্যের চম্পাই জেলার জ়োকাথর এলাকায় আশ্রয় নিয়েছে মায়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ১৬০টি পরিবার। সীমান্তে এই অনুপ্রবেশ ঘিরে উদ্বিগ্ন ভারত সরকার। সম্প্রতি এক বিবৃতি জারি করে মায়ানমারে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।