প্রতিবেদন: সুদীপ্তা, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: অসীম
পুজোর ছুটি! বাঙালির অভিধানের অত্যন্ত চেনা শব্দ। কিন্তু এ রকম অনেক মানুষ আছেন, যাঁদের জীবনে এই শব্দবন্ধটি অর্থহীন। সপরিবারে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, পুজোর হুল্লোড়ের সুযোগ পান না তাঁরা। সকলের পুজোর আনন্দ যাতে মাটি না হয় তাই পুজোর ক’দিন বাড়তি কাজের চাপ। আট থেকে আশি— সকলের উৎসবে রঙের জোগানদার যে এঁরাই। অন্যের পুজোর সাজের ব্যবস্থা করতে গিয়ে আর নিজের নতুন জামা কেনা হয় না। হলেও সেটা গায়ে চাপিয়েই হাসিমুখে সামলাতে হয় খদ্দের। ব্যস্ত কর্মদিন ফুরোলে, আলো ঝলমলে রাস্তা দিয়ে ক্লান্ত পায়ে বাড়ি ফেরেন যখন, কে নেয় তাঁদের উৎসবের খবর? আনন্দবাজার অনলাইনের ‘যাঁদের ছুটি মেলে না’ সিরিজ়ে শপিং মল কর্মীদের গল্প।