হারিকেন হিলারির তাণ্ডবে কার্যত বিধ্বস্ত মেক্সিকো ও দক্ষিণ পশ্চিম আমেরিকা। রবিবার প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে ক্যালিফোর্নিয়ায়। এর মাঝেই ভূমিকম্পে কেঁপেছে উত্তর পশ্চিম লস অ্যাঞ্জেলেসের নিকটবর্তী ওহাই শহর। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসের মেয়র উদ্ধারকাজের জন্য ১০০টি দমকলের গাড়ি বহাল করেছেন ভূমিকম্প আক্রান্ত এলাকায়। মেক্সিকোয় অবশ্য এখনও পর্যন্ত ঝড়ে মৃত্যু হয়েছে এক জনের।
রবিবার দুপুর পর্যন্ত ‘হিলারি’র কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ায়। বাতাসের বেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় এসে পৌঁছেছে ঝড়টি। রবিবার রাতে হারিকেন সেন্টার জানায়, ঐতিহাসিক বৃষ্টিপাত শুরু হয়েছে ক্যালিফোর্নিয়া জুড়ে। ফলে তীব্র বেগে শহরগুলি দিয়ে বইছে জলের ধারা। দেখা গিয়েছে হড়পা বানও। বাসিন্দাদের বলা হয়েছে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোতে।