Parliament Security Breach

সংসদে ঢুকে বিশৃঙ্খলা! ছড়িয়ে দিলেন ‘রং বোমা’, গ্রেফতার ২, প্রশ্নের মুখে নিরাপত্তা

সংসদের নিরাপত্তায় ‘গাফিলতি’! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি কংগ্রেসের। কটাক্ষ তৃণমূলেরও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:০৮
Share:
Advertisement

সংসদে চলছে শীতকালীন অধিবেশন। ‘জিরো আওয়ারে’ তখন লোকসভায় বক্তব্য রাখছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। অধ্যক্ষের চেয়ারে রয়েছেন রাজেন্দ্র অগ্রবাল। হঠাৎ হট্টগোল! ‘রং বোমা’ নিয়ে সংসদে ঢুকে পড়েছেন দুই ব্যক্তি। সাংসদদের বসার জায়গায় এক আসন থেকে অন্য আসনে লাফিয়ে যাচ্ছেন তাঁরা। এই দুই ‘বিশৃঙ্খলাকারী’ কে বা কারা, তা বোঝার আগেই হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ল সংসদের নিম্মকক্ষে। পরে সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার হয় রহস্য! এক ব্যক্তি ছিলেন ‘ভিজিটরস গ্যালারি’তে। তিনিই হলুদ ধোঁয়া ছড়িয়ে দিচ্ছিলেন। আর অন্য জন ধরা না পড়া পর্যন্ত এক আসন থেকে অন্য আসনে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এই ঘটনা বেশি ক্ষণ চলার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁদের ধরে ফেলেন। লোকসভার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ অধ্যক্ষ ওম বিড়লা। এই ঘটনার তদন্ত করবে দিল্লি পুলিশ। সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন নামের দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে। সংসদের নিরাপত্তায় এই ‘গাফিলতি’র পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছে কংগ্রেস। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement