প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
বর্ষাতিকে সঙ্গী করে ডিসেম্বর শুরু। স্যাঁতসেঁতে হাওয়ায় শীতের আমেজ ভণ্ডুল। অকালবৃষ্টিতে অসুখবিসুখের ভয়? চিকিৎসকেরা জানাচ্ছেন, এই আবহাওয়ায় পতঙ্গবাহিত রোগের আশঙ্কা বাড়ে। সর্দিজ্বরের প্রকোপ তো খুবই স্বাভাবিক। আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে কী ভাবে বাঁচাবেন নিজের শরীরকে? কী কী সাবধানতা অবলম্বন করবেন? জানাচ্ছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক যোগীরাজ রায়।