প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
লোকসভা ভোটের আগে, বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সীতারামনের ভাষণে ফিরে ফিরে এল দেশের মেয়েদের কথা। তিন কোটি ‘দিদি’কে ‘লাখপতি’ করার প্রতিশ্রুতি দিলেন। ঘোষণা করলেন মারণরোগ জরায়ু-মুখ ক্যানসার প্রতিরোধের টিকা কর্মসূচির কথা। আয়ুষ্মান ভারত প্রকল্পে আশা আর অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তর্ভুক্ত করার কথাও বললেন। মহিলা ভোটব্যাঙ্ক নিশ্চিত করার জন্যই কি এই কৌশল? এই বাজেটে অনেক কিছু পেলেন কি এ দেশের মেয়েরা? আরও উজ্জ্বল হল কি ‘অর্ধেক আকাশ’? আলোচনায় ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ়, কলকাতার অর্থনীতির অধ্যাপক সীমন্তিনী মুখোপাধ্যায়।