দুর্গাপুজোর মতো শহর এবং শহরতলির বিভিন্ন আবাসনও মেতে ওঠে দীপান্বিতা কালীপুজোয়।
প্রতিবেদন: সুদীপ্তা
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
দমদমশেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৯:৫৪
Share:
Advertisement
৩৫ বছর ধরে দক্ষিণ দমদমের কালিন্দী অঞ্চলে অর্পিতা আবাসনের
আবাসিকেরা কালীপুজোর আয়োজন করে আসছেন। এ বারেও তার অন্যথা হচ্ছে না। শ্যামাপুজোর
আগের সন্ধ্যেতেই সেজে উঠেছে কালীমণ্ডপ। হাতে হাতে মিলিয়ে পুজোর জোগাড়ে ব্যস্ত
আবাসিকেরা।