Homemade

‘আজব’ সাইকেল

আমাদের দেশে ‘হোম মেড কাস্টম বাইক’ বা ‘নিজের হাতে বানানো সাইকেল’ ব্যাপারটি তেমন ভাবে প্রচলিত নয়

আজব’ সাইকেল

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৯:৫১
Share:
Advertisement

আমাদের দেশে ‘হোম মেড কাস্টম বাইক’ বা ‘নিজের হাতে বানানো সাইকেল’ ব্যাপারটি তেমন ভাবে প্রচলিত নয়। তবে ইউরোপের দেশগুলোয় ইদানীং বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্যাপারটি। সল্টলেকের বাসিন্দা সজল রায় নিজের হাতে এমনই কয়েকটি সাইকেল তৈরি করেছেন। না, কোনও ব্যবসায়িক চিন্তাভাবনার জায়গা থেকে এমনটা করেননি সজল। শুধুমাত্র সাইকেলকে ভালবেসেই নয়, তাঁর এই উদ্যোগ দূষণহীন পরিবেশ গড়ে তোলার পাগলামি থেকেও। নিজের বানানো সাইকেলগুলির মধ্যে এই ‘রিকম্ব্যান্ট সাইকেল’ ওঁর বড়ই প্রিয়। প্রায় শুয়ে শুয়ে চালাতে হয় এটি। আকাশের দিকে পা করে সাইকেলের প্যাডেল ঘোরানোর জন্য পথচলতি মানুষ ‘পাগল’ও বলেছেন কখনও কখনও। কিন্তু সহজে দমবার পাত্র নন সজল। জানালেন, সাইকেলের মতো একটা পরিবেশবান্ধব যানকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে তাঁর এই ‘পাগলামো’ তিনি চালিয়ে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement