প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুবর্ণা
১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। প্রতি বছর নানা রাজ্য থেকে সাধুসন্তরা আসেন গঙ্গাসাগরের স্নানে অংশ নিতে। সাগরদ্বীপ যাওয়ার আগে কলকাতার বাবুঘাট সংলগ্ন ময়দানে কয়েক দিনের ঠাঁই। গঙ্গাসাগরের যোগ দিতে সাধু এবং পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকারে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং দমকলের তরফেও হয়েছে শিবির। এ ছাড়াও স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবির রয়েছে। স্বাস্থ্য ভবন সুত্রে খবর, দু’জন করে চিকিৎসক ও নার্স থাকছেন ওই শিবিরে। ব্যবস্থা রয়েছে অ্যাম্বুলেন্সেরও। এক অসরকারি সংস্থার তরফে দশ শয্যার একটি অস্থায়ী হাসপাতালও করা হয়েছে বাবুঘাটে।