ইলিশপ্রেমীদের জন্য সুখবর। পদ্মার ইলিশ এসে পৌঁছল ভারতে। বৃহস্পতিবার বিকালে পেট্রাপোল বন্দর দিয়ে এল রুপোলি শষ্য। প্রাথমিক পর্যায়ে ৯টি গাড়িতে প্রায় ৪০ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছয় ভারতে। সূত্রের খবর, মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ আমদানির বরাত পেয়েছে ভারত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ইলিশ আমদানিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫ মেট্রিক টন ইলিশ এসে পৌঁছেছে। ধাপে ধাপে বাকি ইলিশও এসে পৌঁছবে।