Ration Distribution Case

কেমন আছেন জ্যোতিপ্রিয়? বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে সরাসরি

কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বাইপাসের ধারের হাসপাতালটি। আগামী সোমবারের আগে ওই হাসপাতাল থেকে রাজ্যের বনমন্ত্রীকে ছাড়া হবে না বলে সূত্রের খবর।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৫:১৪
Share:
Advertisement

শুক্রবার সন্ধ্যায় এজলাসেই মূর্ছা গিয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার পর থেকে তিনি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর, কমে গিয়েছিল হৃদ্‌স্পন্দনের এবং নাড়ির স্পন্দনের হারও। শনিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। প্রাতরাশও দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হচ্ছে মন্ত্রীর। তার মধ্যে রয়েছে ‘হল্টার মনিটরিং’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement