সম্পাদনা: সৈকত
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জখম অবস্থায় মমতাকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএমে। কপাল ও নাকে মোট ৪টি সেলাই পড়ে। সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ না হলেও, সেখানে প্রবল ঝাঁকুনি (কনকাশন) হয়েছে। কপাল ও নাকে সেলাই সেরে তাঁর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়। তার পরে পাশের বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে নিয়ে গিয়ে মাথার সিটি স্ক্যান করে দেখা হয় যে, আঘাত কতটা গভীর। রাত পৌনে ১০টা নাগাদ তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার চিকিৎসকদের একটি দল তাঁকে দেখতে কালীঘাটে যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। শুক্রবার তাঁকে দেখতে যান কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল।