Mamata Banerjee Injury

উদ্বেগ কাটিয়ে স্থিতিশীল মমতা, প্রধানমন্ত্রীর আরোগ্য বার্তার উত্তরও দিলেন

মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানতে পেরে রাজনৈতিক ব্যক্তিত্বেরা তাঁর আরোগ্য চেয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে বিভিন্ন বার্তা পোস্ট করেন।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৭:০২
Share:
Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জখম অবস্থায় মমতাকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএমে। কপাল ও নাকে মোট ৪টি সেলাই পড়ে। সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ না হলেও, সেখানে প্রবল ঝাঁকুনি (কনকাশন) হয়েছে। কপাল ও নাকে সেলাই সেরে তাঁর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়। তার পরে পাশের বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে নিয়ে গিয়ে মাথার সিটি স্ক্যান করে দেখা হয় যে, আঘাত কতটা গভীর। রাত পৌনে ১০টা নাগাদ তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার চিকিৎসকদের একটি দল তাঁকে দেখতে কালীঘাটে যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। শুক্রবার তাঁকে দেখতে যান কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement